যারা থাকে চুপচাপ, রক্তের অক্ষরে কোনোদিন—যাদের দ্যাখা হয়নি পৃথিবীর বিকল্প আধারতাদের জন্য, অন্তিম পাহাড়ের চূড়ায় ,মলিন—পাথরের খণ্ডে কারা সাজায় মসৃণ দেহভার?যেখানে মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে মানুষমৃত্যুর সমান্তরাল পৃৃথিবীর ক্লিন্ন আন্দোলনভেঙে পড়া...

সৈয়দ সাখাওয়াৎ
জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।