সৈয়দ সাখাওয়াৎ বুকের ভেতর জল, মুক্তো খুঁজে কত দূর যাবোঅনন্ত এ’কোলাহলে–ওই মুখখানি ধরে আছিআদিম প্রণয় রেখা বাড়িয়েছে তোমার অভাবও–গ্রহণের দ্বারে দ্বারে, যেনবা চিহ্ন এঁকে গ্যাছিসমস্ত দিন বুঝিবা নিমিষেই পালকের মতো–চলে যায়, তবু তার...

সৈয়দ সাখাওয়াৎ
জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।