সৈয়দ সাখাওয়াৎ সেদিন সিক্ত সন্ধ্যায়, অস্ফুট কথাদের আড়ালেনক্ষত্র যেন ঘুমিয়ে পড়েছিলো। অথবা তুমিই–মনে হলো বহুযুগ ধরে তোমার চোখের ‘পরেতিরতির করে কেঁপে উঠেছিলে নিভৃত পালকে মর্মে যে সুর বেজেছে, বুঝিবা সেই সব ছায়ায়জড়িয়েছে এই শব্দ–শহরের সব...
সৈয়দ সাখাওয়াৎ
জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।
