অনন্ত এ’ কোলাহলে

অনন্ত এ’ কোলাহলে

সৈয়দ সাখাওয়াৎ

বুকের ভেতর জল, মুক্তো খুঁজে কত দূর যাবো
অনন্ত এ’কোলাহলে–ওই মুখখানি ধরে আছি
আদিম প্রণয় রেখা বাড়িয়েছে তোমার অভাবও–
গ্রহণের দ্বারে দ্বারে, যেনবা চিহ্ন এঁকে গ্যাছি
সমস্ত দিন বুঝিবা নিমিষেই পালকের মতো–
চলে যায়, তবু তার মুখজুড়ে আলোকের শিখা
বার বার জ্বলে ওঠে–ভীড় করে অজস্র মূহুর্ত
মনে হয় সত্যি নয়–সত্যের মতো সাজিয়ে রাখা
তাই তো এমন ভয়– অভিলাষী এই পিছুটান
নক্ষত্র ঝরার আগে তাকে ছোঁবার তীব্র আকাঙ্ক্ষা
ভালোবাসা হয়ে বুক পেতেছিলো– গেয়েছিল গান
ঝরে যাওয়া নক্ষত্র আর আমাদের পূর্বলেখা…

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।