এই শহরে বৃষ্টি নামে, বুকের ভেতর অবুশ্রান্ত জল
কড়া নাড়ে স্মৃতির পাড়ায়, চিনচিনিয়ে অনন্ত কোলাহল
ঘড়ির কাঁটায় জমছে বিকেল, জমছে তোমায় না দেখার এই বেলা
আমায় তুমি দূরে ঠেলে দ্যাখাও কেমন স্নিগ্ধ অবহেলা
আমার না হয় একটা সকাল, সন্ধ্যা মুখে বিসর্জনের সুরে
কী আর হবে হারিয়ে যাবো হাতের পরশ ফুরিয়ে যাওয়া দূরে
তোমার আকাশ মেঘলা হলে, ক্লান্ত চোখের খবরটুকু দিও
আমার আকাশ রইলো খোলা, তোমায় মানি হৃদয়ের আত্মীয়…