অনন্ত কোলাহল

অনন্ত কোলাহল

এই শহরে বৃষ্টি নামে, বুকের ভেতর অবুশ্রান্ত জল
কড়া নাড়ে স্মৃতির পাড়ায়, চিনচিনিয়ে অনন্ত কোলাহল

ঘড়ির কাঁটায় জমছে বিকেল, জমছে তোমায় না দেখার এই বেলা
আমায় তুমি দূরে ঠেলে দ্যাখাও কেমন স্নিগ্ধ অবহেলা

আমার না হয় একটা সকাল, সন্ধ্যা মুখে বিসর্জনের সুরে
কী আর হবে হারিয়ে যাবো হাতের পরশ ফুরিয়ে যাওয়া দূরে

তোমার আকাশ মেঘলা হলে, ক্লান্ত চোখের খবরটুকু দিও
আমার আকাশ রইলো খোলা, তোমায় মানি হৃদয়ের আত্মীয়…

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।