অনর্থের দিকে

অনর্থের দিকে

সেইসব কান্নারা অনর্থের দিকে হেঁটে চলে গ্যাছে
-“চাতক বাঁচে কেমনে, মেঘের বরিষণ বিনে”
এইসব শব্দের ভেতর আত্মহত্যাপ্রবণ মানুষের ভিড়
নিজেকে প্রায়শই অপাপবিদ্ধ শিশুদের সহগ মনে হয়
যদিও “ওই নামের গৌরব রবে না” জেনে —
বিভিন্ন প্রার্থণার সুর ঘড়ির অস্থিরতা প্রবন কাঁটার সাথে হেঁটে হেঁটে চলে যায় সুরবাহারে।

আমাদের শরীরে কোন লোমশ অঞ্চল নেই যে শীত শুষে নেবে
যদিও অর্ধেক পৃথিবী ডুবে গ্যাছে বরফের আবরণে, এই ফেব্রুয়ারিতে
জুন-জুলাই এলে কেবল জলস্রোতে ডুবে যাবার ভয়ে মরে যাই

জানো মেহেরুন, আমার এখনো মোহোঞ্জোদারোর পথে পথে হেঁটে যাওয়া-রাখাল বালকের কথা মনে পড়ে।

৫ ফেব্রুয়ারি ২০১৭

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।