অপেক্ষা

অপেক্ষা

জানি কোনদিন এ’কথা যাবে না বলা
না বলার গান ছুটে যায় মুখে মুখে
প্রতিদিন তবু দূরগামী এই পথে
আমি মরে যাই, বিরহের চির অসুখে।

তুমি কি চেয়েছো; সূর্য দীঘল ছায়া?
যদিও বৃষ্টি হৃদয়ে বারোমাস
প্রিয় ভুল তুমি, জেনেছি প্রবল মনে
আমি তো হয়েছি মোহের ক্রীতদাস।

তোমার চুলেতে বিনুনি দেখিনি কোন
গোলাপের তোড়া শুকিয়ে গিয়েছে কবে
জল ঢালিনি, ফিরতে চাই না বলে
তবু মেঘ আসে ক্লিশে অসম্ভবে!

আমার স্মৃতিতে সবকিছু এলোমেলো
তুমি এলোচুলে সন্ধ্যা গড়িয়ে রাত
অপেক্ষা জানি ফুরাবে না এ’জীবনে
তুমি তো ছুঁবে না আমার দুটো হাত!

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।