অমীমাংসার ছায়া

অমীমাংসার ছায়া

একদিন সবকিছু থামে, চোখ থেকে সরে যায়—
অমীমাংসার ছায়া—পরিচিত ভঙ্গি ক্লিশে লাগে
তখন স্বপ্নের চেয়ে অতিদ্রুত নেমে আসো তুমি
এই যে চলে যাওয়া—হেমন্তের চিরচেনা সন্ধ্যা
শরীরের গাঢ় ঘ্রাণ, সবকিছু পুরনো চিঠির—
মতো দূরতম দ্বীপ হয়ে ওঠে। রাতের আকাশে—
নিরীহ বাতাস থির হয়ে থাকে হাড়ে ও মজ্জায়
একা—সকল মুখের দিকে অমাবস্যার ভঙ্গিমা
তবু এক নেশাতুর চোখ উড়ে যায় ঊষালগ্নে
এবং প্রেমেরা জাগে—সরল— প্রবল বিছানায়
টুকরো টুকরো করে ভাঙে, চির নতুনের মতো
নিজেরই নিশ্বাসের কাছে জমে ওঠে তুলোফুল
আর সকল বিদায় সঙ্গীতে দূরের প্রেম জাগে।

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।