অমোঘ স্মৃতি তোমার

অমোঘ স্মৃতি তোমার

সৈয়দ সাখাওয়াৎ

কেন এই নিষ্ফলতা, তন্দ্রাহীনতা শরীরজুড়ে
এই দূর যাত্রাপথে কোথাও কি থেমেছো তুমিও
লোকালয়ে–সারি সারি মানুষের মুখ, ক্লান্তিহীন–
ছুটে চলা পাথরের মতো, ক্রমে ক্ষয়ে ক্ষয়ে যায়
তোমার অস্ফুট স্বরে যে বেদনা ধরে রাখো প্রিয়
বুকের ভেতর যেন দীর্ঘ সংঘর্ষ টের পাই
টের পাই বহুদুরে তোমার ক্রমে চলে যাওয়া
সমস্ত বকুল ঝরে পড়ে–কেনইবা আশরীর–
তোমার মাতাল করা গন্ধে এখনো ভীষণ জাগে
এখনো প্রতিটি তীর্থ; তোমার পথের দিকে যায়
এই বিস্মৃত সন্ধ্যায়, তুমি শুধু কাছে নেই বলে
ভীষণ শূন্যতা যেন ঘিরে ধরে শরীর অবধি
গাঢ় অন্ধকার এক–হাওয়ারা কেঁপে কেঁপে আসে
মেঘেদের সংঘর্ষে বিদ্যুৎ চমকের মতন
তুমি মনে পড়ে যাও, শামুকের খোলসের মতো
ঢেকে রাখি–মানুষের চিরে দেখার থেকে আড়ালে
শুধু এই শূন্যপথে, তুমি যদি আসো একদিন
একদিন সব কাজ ফেলে তোমার মুখের দিকে
অজস্র চুমু ফোটাবো–বৃষ্টিবিন্দু হবো একদিন
কেন এই মেঘদিন নেমে আসে, তুমি কেন দূরে
সমস্ত গোলাপ থেকে, সমস্ত কাঁটায় কেন তুমি–
জড়িয়ে রাখো অমোঘ স্মৃতি তোমার। ধাতুফলকে–
সেইসব তীব্র ভাষা হয়ে বার বার ফিরে আসে
অথচ প্রতিটি স্বরে আমি কেবল চেয়েছি পেতে–
ব্যক্তিগত একদিন, রোদের গন্ধ মুছে নেয়ার
এবং না পেতে পেতে জেনেছি, সকল মেঘে তবু–
হয় না সফল বৃষ্টি! যেন এক দীর্ঘ রৌদ্রজ্বরা
পুড়িয়ে যায় কেবল, এই ভীষণ স্থির জীবনে
ফুরিয়ে যায় সকল বাস্তু আভা, প্রগাঢ় কাঁপন
আর তুমি চলে যাও ছায়াঘন মেঘেদের ’পাড়ে

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।