আমার অলক্ষ্য তুমি, প্রতিদিন করো নিদ্রাপাঠ
যে জীবন ফড়িঙের তাতে চড়াও চিতার কাঠ
জ্বলে ও জ্বালায় তারে, মৃতনদী-স্মৃতিদেহ যেন
আগুনে ভীষণ পুড়ে সে নদী কাঁদে বুঝি এখনো
ভীষণ ইচ্ছার লোভ, আরোকিছু শব্দের আবাদে
তোমার ঠোঁটেতে চুমু–খুঁটে খায় ক্লিন্ন অবসাদে
নিষেধ জমছে তাই শরীর ও বল্কলে-বিষাদে
আমার অনঘ গান ফুরাবে মিথ্যের অপবাদে
যেনবা যুদ্ধের কাল-নাড়ী পুড়ছে অন্ন অভাবে
দুরত্ব শরীর আঁকে কে যেন ভীষণ অসম্ভবে
মোহ তবু লক্ষ্য নয়–শরীর ছেনে উঠছে জল
বেহায়া কিশোরবেলা দেহ ভিজে অবাক অঞ্চল
সেসব সুরেরা ভাঙে–ইস্পাত জমা কণ্ঠের তীরে
দুরত্ব মানে না কিছু–ভিগ মাগে কামনা গভীরে
এসব গম্ভীর স্বর–আরো কিছু উচাটন মনে
স্নিগ্ধ ললিতকলায়–অভিসার তবু সঙ্গোপনে।
১৯ ডিসেম্বর’২৩