অসমাপ্ত

অসমাপ্ত

—অথচ তোমার দিকে এই তুমুল সন্ধ্যেবেলায়
ছুটে গেলো যেন এক অসমাপ্ত স্মৃতির তারা
তার কাছে জমা আছে ভোরলগ্ন আলোকের দায়
মৃত্তিকার পলে পলে হেঁটে গ্যাছে অতিদূরে যারা—

তাদের চোখের কাছে ফুটে থাকে রক্তরাগ জবা
ভাঙা পালকের ভাঁজে বাতাসে গুঞ্জরণের মতো
ওরা দলে হেঁটে যায়, শুষ্ক বিষণ্ণতায়—অথবা—
স্মৃতি থেকে দূরলগ্ন—আকাঙ্ক্ষার স্বপ্ন থাকে যতো

আলোকের উৎসবে যারা তবে মেতেছিলো বলে—
ভুলে ছিলো এইসব রাতজাগা সুলুকের মোহ
নক্ষত্র জাগার আগে— আলো ছোঁয় তাদের কপালে
ধীরে ধীরে মুছে যায় জ্বরা-ক্লান্তির স্মৃতিসমূহ

তবুও উৎসবের দিন একা হতে হয় কেন?
বিভেদের মানচিত্রে ছায়াগুলো বড় বিপন্ন।

২৮ ডিসেম্বর ২০২০

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।