হারিয়ে গিয়েছ তুমি, চলে গ্যাছো সম্ভাব্য উজানে
নিশ্চিন্ত শরীরে; নিদ্রা ভেঙে অস্ফুট শব্দের টানে
জানি না কোথায় ছিল—এমন সুতীব্র অনুভূতি
লুকিয়ে রেখেছি যারে; একা—অপ্রকাশের মার্জিনে
তৃষ্ণা বেড়েছে আরও—লুকোচুরি নিজেরই সাথে
ব্যর্থ এ আসা-যাওয়া, প্রণয়ের দীর্ঘ অবসরে
যেন নিজেরই সাথে করি প্রাত্যহিক প্রতারণা
কোন আর্তি নেই, নেই ভেসে ওঠা জলজ সাঁতারে
আজ, শেষ বিকেলের আলো—প্রশ্ন করে বারবার
সহজ প্রকাশে কেন মৃত জীবনের হাহাকার
কেন তবু ক্লিশে হয়ে ওঠে প্রেমে—প্রকৃত শরীর
আগুনে পুড়েছে শুধু, মনহারা ভেতর-বাহির
বুকের ভেতর থেকে জন্ম নেয়া গভীর নিশ্বাসে
জেনেছি তোমার নাম—চির না পাওয়া ভালোবেসে…
১০ মার্চ ২০২৪