আলো- অন্ধকার

আলো- অন্ধকার

সৈয়দ সাখাওয়াৎ

আমাকে বলবে কেউ, তন্দ্রাহীনতার যত কথা
অস্ফুট শব্দের ভার, নীরবে ঝরে পড়ার গল্প
সকল অপেক্ষা, মৃদু জীবনের সমস্ত অপ্রাপ্তি
বলে সে নির্ভার হবে– আমিও নির্ভার হবো তার–
সকল দুখের মতো, সকল আনন্দ ভাগ করে
একদিন ঈশ্বরের মতো পেয়ে যাবো শুশ্রূষার–
সকল আরাধ্য গান–এরপর ফিরে চলে যাবো
পৃথিবীর অন্ধকারে, ঝরে পড়া বিবিধ ছায়ায়।

চলে যাবো, এ’শব্দের কোলাহল বুকের ভেতর–
আমাদের বিষণ্নতা ঘেরা দুপুরের শূন্যপথে
আমাদের হৃদয়ের কম্পমান শিখাটি কেবল
ফিরে আসে, দূর কোন যাত্রাপথে হারাবার ছলে
সব আলো ও আঁধারে সুকোমল শব্দের গহ্বরে
অথচ আঁধার পথে আমরা রুয়ে যাই বিনিদ্র —
রাত, ভুলে যেতে চাই সকল বিচ্ছেদের অক্ষর
কেননা জেনেছি, প্রতি আলোর নিচে থাকে আঁধার।

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।