কতদূরে যেতে হয়, কতটুকুই বা যেতে পারে—
একফালি মেঘ তবু জল হয়ে ঝরবার আগে
কতটুকু বরফের চাঁই হয় সাগরের জল
পৃথিবীর পিঠে পিঠে মেরু থেকে মরুর ওপারে
কা’র বুকে সুঁই ফোটে বেদনার মৃদু জ্বরে কাঁপে
দেহের অস্থিরেখায় অগোছালো হাতে-সংরাগে
কতটুকু ছায়া হয় ভালোবেসে মরে যেতে পারে
এসব সরল গান—মিথ্যে হয় সত্য অপলাপে
অথচ আমরা চলি বাইরে শত সতর্ক আলো
পথরেখা মুছে দ্যায়, সমুদ্র নোনা জল হাওয়া
বৃষ্টির পরে কাকেরা ছুটে আসে জল ঝরাতে—
তেমনি ঝরে পড়ছি পতনের ছায়া চমকালো
আমাদের ইচ্ছেমৃত্যু যেতে যেতে সূর্যের ওপারে—
পুড়ে, তবু দাঁড়িয়েছে— জয়ের সস্তা অহংকারে।
৫ জুলাই ২০২০