সৈয়দ সাখাওয়াৎ
বিচ্ছিন্ন দিনের শেষে, সন্ধ্যা নেমে আসলে সম্মুখে
টের পাই সবকিছু অসুখে-বিসুখে ঝরে যাচ্ছে
যেমন পুরনো ফোন পালটে ফেলছো তুমি—শুধু—
মধ্য দুপুরের গানে সেইসব অতিলৌকিকতা
ঝরে পড়ে বিস্মরণে; আর যা কিছু উচ্ছিষ্ট থাকে
তাকে পারি না এড়াতে—”বিজন ঘরে নিশীথ রাতে”
এই কাব্যময় গান আকাশে আকাশে বেজে ওঠে
যেনবা বহুদিনের পাথরসারি ভেঙে উঠছে—
চিরপ্লাবনের বুকে—কেন তাকে ভালোবেসে ফেলি?
জানি, পৃথিবীর পথে একটুও রোদ ফুরাবে না
শুধু বিপণ্ন বিস্ময়ে চলে যাবো শীতল নিদ্রায়…