এইসব দিন ফুরিয়ে গেলে

এইসব দিন ফুরিয়ে গেলে

সৈয়দ সাখাওয়াৎ

বিচ্ছিন্ন দিনের শেষে, সন্ধ্যা নেমে আসলে সম্মুখে
টের পাই সবকিছু অসুখে-বিসুখে ঝরে যাচ্ছে
যেমন পুরনো ফোন পালটে ফেলছো তুমি—শুধু—
মধ্য দুপুরের গানে সেইসব অতিলৌকিকতা
ঝরে পড়ে বিস্মরণে; আর যা কিছু উচ্ছিষ্ট থাকে
তাকে পারি না এড়াতে—”বিজন ঘরে নিশীথ রাতে”
এই কাব্যময় গান আকাশে আকাশে বেজে ওঠে
যেনবা বহুদিনের পাথরসারি ভেঙে উঠছে—
চিরপ্লাবনের বুকে—কেন তাকে ভালোবেসে ফেলি?
জানি, পৃথিবীর পথে একটুও রোদ ফুরাবে না
শুধু বিপণ্ন বিস্ময়ে চলে যাবো শীতল নিদ্রায়…

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।