এ’জীবন তবু

এ’জীবন তবু

আমার স্মৃতির কাছে তারা যেন অম্লান গোধূলি
যারা এসেছিলো কাছে—অবসন্ন জীবন পেরিয়ে
এই ফুরিয়ে যাওয়া জীবনে, প্রগাঢ় ভালোবেসে
আমি তার ছায়া থেকে মুছে ফেলি অশ্রুবিন্দুগুলি।

তবু কা’র অশ্রুবিন্দু ঝরে? একা ঘরের খোলসে?
সে-ও পরবাসী হয়, স্পর্শরেখা ছেড়ে অবশেষে।

আমার জীবন তবু, শুধু অলক্ষ্যের দিকে যায়
জানি না প্রবল জ্বরে আকাশ ভেঙে পড়েছে কি না
যে চলে যায়, সকল স্মৃতিহীনতার দোটানায়
তার মুখোমুখি পড়ে থাকে সমগ্র পৃথিবীটাই।

এইসব নির্জনতা অলৌকিক হয়ে ওঠে ক্রমে
শোনা যায় পাতাদের ধ্বণি—ঝরছে প্রবল মর্মে!

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।