সবকিছু মুছে নিয়ে হতে পারি পৃথক পালক
শেষ বিকেলের আলো ফের নিয়ে আসে হিমস্মৃতি
ক্লান্তি নয়, ভয় তবু নিস্তরঙ্গ হাওয়ায় নাচে
ঘর থেকে ঘরে তবু বেজে ওঠে মৃদুমন্দ বাঁশি
নীরবতা নয়, প্রেম তবু জাগে নাবিকের মনে
ক্ষয়হীন বাসনার মেঘ এসে ভর করে চোখে
জানি, ছেড়ে যেতে পারি–হাতে নিয়ে পৃথক জীবন
শুধু তুমি জানবে না, কত মেঘ বুকের উপর।
১২ মার্চ ২০২৪