কম্পিত দৃশ্যের মাঝে

কম্পিত দৃশ্যের মাঝে

সকল দৃশ্যের মাঝে, সে এক দৃশ্য খেলা করছে।

পৃথিবীর কক্ষপথে চিরজাগরূক নক্ষত্রের-
দীর্ঘ আলো এসে পড়ে, অন্ধকার দূর লোকালয়ে
সেসব আলোর স্বর, দূরাগত প্রতিধ্বনি তোলে ।

এই যে মেঘের ঘন কালো ছায়া, সমস্ত সকাল-
ধাতব শব্দের মতো দিগ্বিদিক আলোক বিদীর্ণ করে
ছুটে আসে মওসুম-
বিগত রাত্রির হাত ধরে।

মানুষ বিস্মৃত হয়, নদীর মতো তন্দ্রাহীনতা।


সকল স্বপ্নের পরে-
সে-ও এক স্বপ্ন দ্যাখে-মৃত্যু
অনেক শতাব্দী যেন দাঁড়িয়েছিলো পথের বাঁকে
সে এক আশ্চর্য রোদ, যথাযথ শূন্যতা ও ভার
পরস্পরের ঘৃণার প্রকাশ হয়ে উঠতে পারে।


আলোকের বিষণ্ণতা, শরীর ছুঁয়ে ছিল যেনবা
ফুরিয়ে যাবার আগে-বলেছিলো,অস্ফুট স্বরেরা
যেসব সঙ্কেত শুনে মনে পড়ে বিগত যৌবন-
ভুল করে দাঁড়িয়েছে:
সকল শতাব্দী তাই এক।


পায়ে ঘাসের শরীর, হয়তো প্রকৃত নয় আর
নিদাঘ পুষ্পের ফল, রক্তিম ক্ষতের নিচে কাঁটা
যেন বহুযুগ পর ফিরে আসে দয়িতার মতো
আরো একবার ছুঁয়ে দেবার তুমুল আকাঙ্ক্ষায়।

২৯ এপ্রিল ২০১৮

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।