কেন এত আঁধার জমে ওঠে

কেন এত আঁধার জমে ওঠে

যেদিন বলেছিলে অক্ষরে অক্ষরে অগ্রহণের কথা
সেদিন জেনেছি ভালোবাসা কতটুকু আসন পেতেছিল হৃদয়ে আমার!
জেনেছি–এইসব উষ্ণ হাহাকার, এইসব শব্দহীনতা মূলত সময় যখন হ্রস্ব হয়ে যায়–
ফুরিয়ে যাওয়া আলোর সাথে ফুরায় কথার প্রণয়
তাই অবিরাম এই কামনা, এই বধিরতা নিয়ত কাঁদায়
মনে হয়, প্রকাশের মূল্য বুঝি সহসা এত প্রবল হয়ে ওঠে!
তখন এই আকাশ চিরে, আর কতদূরে যেতে পারি?
কোথায় এই নির্ভার জীবনের গল্প ভুলিয়ে দিবে– সেইসব উষ্ণ পরশের দিন…
কেবলই ভাষাহীনতা, কেবলই অস্থির আঁধারের দিন
ভাবি, অপরূপ প্রেমে কেন এত আঁধার জমে ওঠে…

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।