যেদিন বলেছিলে অক্ষরে অক্ষরে অগ্রহণের কথা
সেদিন জেনেছি ভালোবাসা কতটুকু আসন পেতেছিল হৃদয়ে আমার!
জেনেছি–এইসব উষ্ণ হাহাকার, এইসব শব্দহীনতা মূলত সময় যখন হ্রস্ব হয়ে যায়–
ফুরিয়ে যাওয়া আলোর সাথে ফুরায় কথার প্রণয়
তাই অবিরাম এই কামনা, এই বধিরতা নিয়ত কাঁদায়
মনে হয়, প্রকাশের মূল্য বুঝি সহসা এত প্রবল হয়ে ওঠে!
তখন এই আকাশ চিরে, আর কতদূরে যেতে পারি?
কোথায় এই নির্ভার জীবনের গল্প ভুলিয়ে দিবে– সেইসব উষ্ণ পরশের দিন…
কেবলই ভাষাহীনতা, কেবলই অস্থির আঁধারের দিন
ভাবি, অপরূপ প্রেমে কেন এত আঁধার জমে ওঠে…