আবার এসেছ ফিরে, মাঝপথে কোজাগরী চাঁদ
প্রিয় হয়ে ওঠো নারী—পৃষ্ঠাজুড়ে মুদ্রণ প্রমাদ
জানি, বড় অসময়; তবু যে তুমি কাঁদো—বিভেদে
মনে পড়ছে তোমায়, ক্ষয়িষ্ণু চাঁদের সংবাদে
হয়তো তুমিও দ্যাখো, জানালায় উঁকি দিয়ে যাও
ক্ষয়াটে চাঁদের সাথে সুর বদলে কান্না চাপাও—
মাঝে মাঝে গেয়ে ওঠো, মাঝে মাঝে দূরগামী তুমি
এই ভরা পূর্ণিমায়, নতুন কোনো সূবর্ণ ভূমি—
হয়ে ওঠো—যেন তুমি নির্দ্ধিদায় দিয়েছ হৃদয়
কোজাগরী চাঁদ জানি—তবু আমার কখনো নয়।