সৈয়দ সাখাওয়াৎ
অভিন্ন শব্দের পরে আমরা সকলেই চলে যাই অভিন্ন দুয়ারে
দরোজায় কড়া নাড়ে সেইসব দুপুর ও অমীমাংসিত কথারা
সমস্ত পার্থিব গান—অদেখা সমুদ্রসুর—অন্ধকারে,দূরলোকে
এপিটাফে লেখা থাকে, একদিন সমস্ত গান এখানে পার্থিব ছিল।
—সহসা স্বপ্নের মতো সকলেই হয় নদীর মুখোমুখি
তবু তন্দ্রামগ্ন রাতে পরস্পরের দিকে চলে যায় সেইসব নদী
অথচ জীবন ছুঁয়ে একদিনও দ্যাখা হয়নি অসুখে-আরতিতে…
আমাদের বিস্মৃতির শরীরে আরোকিছু অন্তিম আলোর রঙ ফোটে
একদিন সব আলো নিভে যাবে, আঁধারে থেকে যাবে বিদায়ের সুর।