তবুও

আমি যদি এই বিষ হৃদয়ে না রাখতেই পারি
তবে কেন বার বার আকণ্ঠ পান করছি তারে
যেন বৃষ্টিবেলা শেষে মেঘ গুটিয়েছে তাড়াতাড়ি
গ্রহণের পার থেকে ছেড়ে চলে গ্যাছে প্রতিবারে

অন্ধকার মনে হয়—সবকিছু গাঢ় হয়ে আসে
আরাধ্য নদীর নাম, মুছে যায় পলির আকরে
যেমন উপড়ে ফেলে মুথা ঘাস খুব অনায়াসে
মুছে যাচ্ছে দিনগুলো—ঢেকেছে ভীষণ অনাদরে!

তবু নিদ্রার ভেতর থাকে প্রিয় নিষেধের ফুল
সবকিছু ঢেকে যায়—এক সন্ধ্যাতারা তবু ফোটে
বিরল আলোর ছায়া, ছুঁয়ে তবু বিরহ আঙুল—
আমার হৃদয়ে তবু মরা ঘাস কেন জেগে ওঠে…

২ ডিসেম্বর ২০২৪

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।