তোমায় আমি

তোমায় আমি

তোমায় আমি হাওয়ার মতো দাবি করতে পারি

যেভাবে ঈশ্বর দাবি করে সমস্ত সৃষ্টিই তার

যেভাবে আকাশে নেমে আসে বর্ষা: অবিশ্রান্ত বারি

আলোকের উৎসবে তোমাকে চাইছি পূনর্বার।

দিনে দিনে কেন তুমি হয়ে উঠছো এমন দামি?

বিরল ঘ্রাণের মতো ছুটে আসো যখন-তখন

ক্রমশ উন্মাদ করে, করে তুলে আত্মহত্যাকামী

আমি যেন তাকে নিজ হাতে করে যাই আমন্ত্রণ।

ভালোবাসা পুড়ে পুড়ে, তোমার দিকেই কেন যায়?

লুকিয়ে থাকে ঘাসের বনে; প্রভাতী বিরহ গানে

বেঁচে আছি নিঃস্বার, হেমন্তের পাতায় পাতায়

ফেলে যাওয়া পথের ধুলোয়―তারাদের প্রয়াণে…

২৯ ডিসেম্বর ‘২৩

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।