তোমায় আমি হাওয়ার মতো দাবি করতে পারি
যেভাবে ঈশ্বর দাবি করে সমস্ত সৃষ্টিই তার
যেভাবে আকাশে নেমে আসে বর্ষা: অবিশ্রান্ত বারি
আলোকের উৎসবে তোমাকে চাইছি পূনর্বার।
দিনে দিনে কেন তুমি হয়ে উঠছো এমন দামি?
বিরল ঘ্রাণের মতো ছুটে আসো যখন-তখন
ক্রমশ উন্মাদ করে, করে তুলে আত্মহত্যাকামী
আমি যেন তাকে নিজ হাতে করে যাই আমন্ত্রণ।
ভালোবাসা পুড়ে পুড়ে, তোমার দিকেই কেন যায়?
লুকিয়ে থাকে ঘাসের বনে; প্রভাতী বিরহ গানে
বেঁচে আছি নিঃস্বার, হেমন্তের পাতায় পাতায়
ফেলে যাওয়া পথের ধুলোয়―তারাদের প্রয়াণে…
২৯ ডিসেম্বর ‘২৩