নিভৃত পালকে

নিভৃত পালকে

সেদিন সিক্ত সন্ধ্যায়, অস্ফুট কথাদের আড়ালে
নক্ষত্র যেন ঘুমিয়ে পড়েছিলো। অথবা তুমিই–
মনে হলো বহুযুগ ধরে তোমার চোখের ‘পরে
তিরতির করে কেঁপে উঠেছিলে নিভৃত পালকে

মর্মে যে সুর বেজেছে, বুঝিবা সেই সব ছায়ায়
জড়িয়েছে এই শব্দ–শহরের সব কোলাহল
নতুন কোনো কবিতা সম্ভবে জেগেছে আধো চাঁদ–
রিক্ত দুটি হাত জানে, কতটা শূন্যতা ছিল তার…

কখনো আসবে তুমি? এই কাজলরেখার জলে?
আমি তবে খুলে রাখি হৃদয়ের সকল আগল
সিক্ত মেঘেদের সাথে যদি আসে ব্যাকুল হাওয়া
এই বানভাসি দিনে তবে দূরত্ব জুড়ে যাওয়া…

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।