অথচ পৃথিবীর কোথাও নেই এমন মাইলফলক
যেখানে লেখা থাকে দূরত্বহীনতার কথা
কিঙবা দুঃখময় আঙুলের ভার-
যে কোনদিন ঘুচায়নি দূরত্ব!
আমরা শুধু দূরত্ব মাপি
সম্পর্কের দূরত্ব, জীবনের দূরত্ব-একরাশ বেদনার দূরত্বও বটে।
এমন তো হতে পারে, দূরত্ব মাপতে মাপতে আমরা একদিন
হারিয়ে যাবো জীবনের উষ্ণতাহীন ঠান্ডা গহ্বরে…
যেখানে স্মৃতি দুলবে পেন্ডুলামের মতো একঘেয়ে ও নীরব!
১৩ সেপ্টেম্বর ২০২২