খুব কাছে এসে মিলিয়ে গিয়েছে মেরুপথ
দুজনের যেন ইচ্ছে ছিলো না জানার
অবিরত তবু ছুঁয়ে থাকা শুধু তোমাকেই
নিশ্বাসে শুধু কাঁপছে দ্যাখো–দ্বিধার পাহাড়
জেগে দ্যাখা তবু দূরে মেঘ কোন সাড়া নেই
নদীজলে নাচে বুদবুদ ফোটা মীনেরা
চিরঘুম চোখে নেমে আসে যদি অবসাদ
তুমি থেকো কাছে–হয়ে আলোকের ইশারা
জানি এই পথ থেমে যাবে একদিন–
মাইলেজ দ্যাখে ফিরবে না কেউ ঘরে
চুরি করা রোদ অথবা প্রেমের মৃদুভার–
বয়ে যাবে কেউ সুবাসমাখা শরীরে…
যতটুকু ছুঁয়ে দ্যাখেছিলে প্রিয় দু’হাতে
সযতনে তারে জমিয়ে রেখেছি মোহে
একদিন বুঝি শব্দ জড়াবো তার গায়ে
আড়মোড়া ঘুম সকালের কোন বিরহে
মনে পড়ে যাও প্রতিপলে যেন জীবন্ত
কত কথা বলি, কথায় তোমাকে সাজাই
আরও গহনে কেন পুড়ে যায় এতো বলো
তুমি তো বলেছো হাতে হাত রাখা বড় দায়!