না লেখা চিঠি

না লেখা চিঠি

সৈয়দ সাখাওয়াৎ

কষ্ট চিনতে আমি তোমার কাছে কতবার এসে দাঁড়িয়েছিলাম
তুমি বললে নদী–আর কালো রাস্তা যেন চলে গ্যাছে বুকের ওপর
একই কষ্ট দু’বার আসে না জীবনে– এ’কথা ভেবেছি প্রায়ই
অথচ, সমগ্র পুড়ে যাওয়া সন্ধ্যার বাতাসে বেজে যায় সেসব হাহাকার
হৃদয় কী নদীদের স্বর? কেঁদে ওঠে দু’কুল ভেঙে পড়া আর্তনাদে?
তীক্ষ্ণ পাহাড়সারি, চিরে দ্যায় আমাদের সকল নিহিত কোমল
আপন পাখিটিও কোন বিষাদে দিয়েছে দিগন্তে উড়াল
যেন অন্ধ করে দিলে, যেন সে ডানার উড্ডীন শব্দে মরে গ্যাছি
এভাবেও বেঁচে থাকে প্রেম–কুসুমের মায়া থেকে চির দূরে দূরে
তুমি ভালো থেকো প্রিয় ফুল, আমার বিষাদে চির ভাস্বর হয়ে…

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।