নিঃসঙ্গতা সম্পর্কিত

নিঃসঙ্গতা সম্পর্কিত


নিঃসঙ্গ পাথরের তবু থাকে সংঘর্ষ সঙ্গী
যে নদী একাকী বয়, তারও থাকে জমজ বোন
আর মানুষ—অস্ফুট শব্দের ভেতর মৃত যেন
কোনদিন আসবে না জেনে নিয়ত যে পুড়ে ছাই

আমি তার ভোরলগ্ন মৃত্যুর কথা বলছি, অথবা
হারিয়ে যাবার ছলে সেইসব বীতভাব শ্লোক।

হয়তো দেখার ছলে, অথবা যে দেখেনি কখনো
তারা তবে থাকে কি না দূর লোকালয়ে—সঙ্গীহীন

এইসব নিষ্ফলতা, তন্দ্রাহীনতার মানে নেই—
এ’সত্য জেনেও দেখো—বিপুল পৃথিবী জেগে ওঠে
কেননা জেগে ওঠার এইসব চিরজাগরূক—
গল্প, মূলত মানুষ হিসেবে সরল স্বীকারোক্তি।

নিঃসঙ্গ পাথরের তবু থাকে সংঘর্ষ সঙ্গী
যে নদী একাকী বয়, তারও থাকে জমজ বোন
আর মানুষ—অস্ফুট শব্দের ভেতর জেগে ওঠে…

আগস্ট ২০, ২০১৮

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।