কী অসম্ভবে জুড়েছো প্রতি গন্তব্যের জলছবি
নিজেকে সাজাও কত কত প্রতিরূপ ভালোবেসে
অথচ সমগ্র এক যে তোমার ছায়াঘন বনে
নেমে আসে বিভাবরী, কূলহীন জলের প্রলয়ে
কিছুই নেই, তবুও কাছাকাছি বেঁচে থাকো তুমি
আর আমি, দূর কোনো পরবাসে নিদ্রা-জাগরণে
বাঁচি, শতাব্দী পুরনো গল্পের অবিকল অক্ষরে
দেখি; কে তোমার হাতে চুমু খায়, কাকে ছোঁবে তুমি
এবং ফেরারি স্মৃতি কার কাছে চুরি হয়ে যায়
এই শূন্য কলরব, ঠোঁটে ছুঁয়ে থাকা তীক্ষ্ণ হাসি
আমাকে জ্বালিয়ে রাখে, আমি তার ছায়া হয়ে থাকি
যেন ছড়িয়ে রয়েছ, আরো দূরের গৃহস্থালিতে
চিরচেনা পোষাকের আবরণ খুলে খুলে রেখে।
