আমার নিয়তি তবু তোমার দিকেই হেঁটে যায়
যদিও পাথর সারি গেঁথে গেঁথে উঠেছে দেয়াল
বুকে বেহুলার ভার, গাইছে বিস্মৃতির ভাষায়
যত দূরে যাই–ফিরে আসো তুমি–দুখের কাঙাল।
যেহেতু পাইনি কাছে, তুমি আজো নতুন–কাঙ্ক্ষিত
ধূলার শরীরে তার স্মৃতিমগ্ন পাখিদের গান–
গেয়ে ওঠে থেকে থেকে, সুচারু প্রেমিকারই মতো
যে গানে হৃদয় কাঁপে, উষ্ণ হয় শীতের বাগান।
তবে অদেখাই ভালো–বেঁচে থাক বুকের গোপন
দূরত্বে বাঁচুক নদী, ভালোবেসে ঢাকো এলোচুলে
নিয়তি এমন গাঢ়, হয়ে ওঠে দুঃখপ্রবন
দুজন দুদিকে যাবো– চলে যাবো বিয়োগ অঞ্চলে।
সুন্দর
ধন্যবাদ