তোমাকে পরম জেনে সহসা ভুলেছি সবকিছু
পথে পথে ঘুরি শুধু, যেনবা আদিম-মুসাফির
আসমুদ্রহিমাচল, দূরগামী বাতাসের পিছু–
ছুটছি সকল ভুলে–তুমি রও অবিচল, স্থির।
আমি তো চিনি না পথ, কোন নদী চিরে গ্যাছে মরু
তৃষ্ণায় কাতর তবু, হেঁটেছি যতদূর পাখিরা–
ডানায় রোদের গন্ধ মেখে পাড়ি দেয় বন, মেরু
যেন আকাশগঙ্গায় ডুবেছি হায়, আমি অচিরা।
তবু লিখে রেখে যাই হু হু পথে মাইলফলক
চিরায়ত অসুখের গান, সুরহীন কণ্ঠে বাজে
যে পথে নদীরা গ্যাছে–চিহ্ন রেখে তোমার অলক
তোমাকে পরম জেনে–বেজেছে মোহসুর এস্রাজে…
১৭ ডিসেম্বর’২৩