তোমাকে পরম জেনে সহসা ভুলেছি সবকিছু

পথে পথে ঘুরি শুধু, যেনবা আদিম-মুসাফির

আসমুদ্রহিমাচল, দূরগামী বাতাসের পিছু–

ছুটছি সকল ভুলে–তুমি রও অবিচল, স্থির।

আমি তো চিনি না পথ, কোন নদী চিরে গ্যাছে মরু

তৃষ্ণায় কাতর তবু, হেঁটেছি যতদূর পাখিরা–

ডানায় রোদের গন্ধ মেখে পাড়ি দেয় বন, মেরু

যেন আকাশগঙ্গায় ডুবেছি হায়, আমি অচিরা।

তবু লিখে রেখে যাই হু হু পথে মাইলফলক

চিরায়ত অসুখের গান, সুরহীন কণ্ঠে বাজে

যে পথে নদীরা গ্যাছে–চিহ্ন রেখে তোমার অলক

তোমাকে পরম জেনে–বেজেছে মোহসুর এস্রাজে…

১৭ ডিসেম্বর’২৩

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।