সৈয়দ সাখাওয়াৎ
সকল কথার পর, তবু যেন কত কথা থাকে
এই অর্থহীন রাত্রি মিশে যায় আরও গভীরে
যেখানে ঘাসেরা শুয়ে–ফিসফাস বাতাসের স্বর
তোমার কণ্ঠের মতো ঝরে পড়ে, যেনবা স্তব্ধতা–
মিশে যায় প্রতিপলে–মুখরতাহীন অমা রাত্রি
ক্রমে ক্রমে নেমে আসে–নিদ্রাহীনতার পারাপারে
তখন যেনবা সব রঙ মুছে গিয়ে–থাকে শুধু —
অন্ধকার! আর শব্দ যেন থেমে আছে অপেক্ষায়
পরস্পরের শরীরে তবু মূহুর্তের গল্প বলে–
জল-মাটি-আঁধারের রাতে শূন্য তবু এ’হৃদয়…