ও যেন আসে প্রতিটি জাগরণে—ঘুমের গভীরে
স্মৃতি সাক্ষ্য দেয় যদি কোনদিন ভ্রম ভেঙে যায়
সে যেন পাতার গায়ে—পাপড়ি যেমন ঝুঁকে পড়ে—
তেমনি দ্যাখছি তারে, মনোসুরে—গাঢ় স্বব্ধতায়
সে কেন আসে এমন বৈরি দিনে? ছুঁতে যে পারি না!
জানি, ছুঁয়ে দিলে হায় ভেঙে যাবে কাচের মতন
তাই সাজিয়ে রাখছি—গোপনে, করি হৃদ বন্দনা
পূজারী প্রেমিক আমি, করে যাই প্রতিমা যতন।
২২ ডিসেম্বর’২৩