আমার হলো না কিছু, হাত পেতে চেয়েছি কেবল
না থাকুক অধিকারে, না থাকুক মৃদু কোলাহল
বরং মাঝে মাঝেই আমাদের উষ্ণ কথা হোক
পুরনো চিঠির মতো, না জানুক অন্য কোন লোক
কাছে থাক, গাঢ় আঁধারের পাশে যাদুকাটা নদী
যেমন গড়িয়ে যায়, শূন্য থেকে কাল নিরবধি
আমার জীবন তবু সাদা কাগজের মতো জানা
কেন দূরে রাখো, কেন টানো আকাশের সামিয়ানা
বৃথা সময়ের কথা, আলগোছে পড়ে আছে যেন
পড়ে থাকে মেঘদূত, পড়ে থাকে বর্ষার গানও
পার্কের বেঞ্চিটা কত একা হয়ে যায় গাঢ় রাতে
এই অবহেলা ছুঁয়ে থাকে তোমার দূর ছায়াতে
তবুও তো প্রতিবেশী–ব্যথার দিনগুলোতে তুমি–
যদি পারো ছুঁয়ে যেও–তুমি যেন ব্যথার প্রণামী।
২৭ মার্চ ২০২৪