প্রতিমা, তোমাকে

প্রতিমা, তোমাকে

আমাকে গ্রহণ করো। থেমে গ্যাছে পূজার আরতি
শিল্পের অনাথ আমি, কান পেতে রয়েছি কখন
তুমি ডেকে ওঠো, এই কার্তিকে–ধূলো ওড়া শহরে
নিশ্বাসে চিরকালের ক্ষুধা নিয়ে বসে আছি যেন
জেনেছি, সর্বস্ব ছুঁয়ে–প্রতিমা বিসর্জনের আগে
সকল শিল্পের রূপ আমাকে অন্ধ করে কেবল
তুমি ভেসে চলে যাও, দূরে ফোঁটাও আনন্দ অশ্রু
তারপর চলে যাও এই চির বাসনার ঘরে
তুমি যেন বেঁচে থাকো, শিৎকার শরীরে-ভাষায়
এই মেঘের ছাউনি, ওড়ে বিস্মৃতপ্রায় সন্ধ্যায়…
প্রতিদিন যদি কেঁপে উঠি, মরে যাই শীর্ণ চোখে
কোনদিন কি তোমার হন্তারক হয়ে যাবো আমি?
জানি হন্তারক রোদ, বুকে আগুন জ্বালায় শুধু
কেন শুনতে পাও না, গ্রহণের ব্যাকুল সময়ে?
তুমি কি শোনো নি গান, এই অন্ধকার শহরের
বুক চিরে গেয়ে ওঠে, বানভাসি এক আর্তনাদে!

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।