প্রশ্ন

আমার শরীর থেকে তবু ফোটে দুধসাদা ফুল
যেকোনো সন্ধ্যায় তুমি তাকে হাতে তুলে নিয়ে যাও
তুমি ডাকো তাই ছুটে আসি–তুমি আরাধ্য বকুল
ঘ্রাণের প্রবন্ধ মেখে ফিরি–তুমি দুকূল কাঁপাও।

তোমাকে দ্যাখি–তবুও যেন এক সর্বগ্রাসী ক্ষুধা–
ফিরে আসে, ভ্রমণের মানচিত্র ভেঙে পড়ে রয়
তুমি চির বিরহের, তুমি এখনো বিপুল ধাঁধা
সমাধানহীন গাঢ় সময়ের জটিল অঙ্কই…

তবু তোমাকেই ডাকি–সর্বনাশের চুড়ায় আমি–
জানি, এপথে নদীরা নামে–আমিও ভেসেই যাবো
প্রেম চির বিলয়ের, তুমি যেন পূজার প্রণামী
হাত ছেড়ে দিয়ে দূরে–বলো,কোথায় আর দাঁড়াবো..

৯ ফেব্রুয়ারি ২০২৪

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।