সবকিছু ভুলে যাবো, বসন্তের আনকোরা রূপে
ফাল্গুনে রোদ জমাবো–মায়া জমে কোন অভিশাপে?
তবুও রোদের ছায়া–তবু স্মৃতি এতোটা পোড়ায়
ইচ্ছের মাশুল দিতে, এখনো তোমার দিকে যায়
কী হয় অপর পাশে, গোলাপ কি কেঁপে ওঠে আজো?
প্রতিদিন ফিরে আসে–শূন্যতা কী করে তবে মুছো?
আমিও শিখবো ঠিক, মৃদু যন্ত্রণায় পুড়ে পুড়ে
মুঠো ভরে যাবে রোদে– ঠিক গেয়ে যাবো অন্য সুরে
মাঝে হৃদয়ের জল, বয়ে যাবে কতদূরে আর
আজকের হাহাকার, দূরত্বে বেঁচে থাকা তোমার
জানি না কেন যে কাঁদি, গান থেমে গ্যাছে অন্তরায়
মানুষ এভাবে বাঁচে–ক্রমাগত প্রেমহীনতায়…