বরং দূরে থাকা ভালো

বরং দূরে থাকা ভালো

বরং দূরে থাকা ভালো–

নিজেকে গুটিয়ে রাখা সবকিছু থেকে

চির বিলয়ের সন্ধ্যায় তবু আকাশ চমকালো

উড়েছি ভিন্ন ভিন্ন আলোয় প্রত্যেকে।

এভাবেই ভেঙে পড়ে রোদ

মোহ ভাঙে দূরগামী মেঘে

বৃষ্টিও চলে গ্যাছে, রেখে প্রবল বিরোধ

হাওয়ার কষ্ট জমা জল মেখে…

বরং বুকে আঁধার জমানো ভালো

মাঝে মাঝে ডুবে যেতে পারি

কে তবে দূরগামী, কতটুকু যেতে পারি বলো?

মাঝে মাঝে বিষাদও হয়ে ওঠে ভীষণ দরকারি।

১১ ডিসেম্বর’২৩

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।