বাতাসে জলের গন্ধ এই শীতমগ্ন বিকেলবেলা
ঘর থেকে ঘরে রোদচুরি করা বিকল্প মৌসুম
স্মৃতির ভেতরে তুমি খেলে যাও শুধু জলের খেলা
নিবিড় জ্বরে পুড়ে যাচ্ছে ওমক্লান্ত বেদনার ঘুম।
এইযে এখানে সেলাই হচ্ছে সম্পর্কের সব সুতো
শরীরে নক্ষত্রের আলো ঝরে, ঝরে বাতাসের গান
স্মৃতি আকাশে মেঘ জমছে, গড়ে ব্যাথা বস্তুত
নামহীন পাখিদের গান শুনে বাড়ছে ব্যবধান!
এ’নাম চিনেছে রাত্রির গান, সমূহ দীর্ঘ প্রলাপ
ঘুমের যাবতীয় বেদনারা উড়েছে নক্ষত্রলোকে
জলের গন্ধে মদিরার সুবাস জমা প্রতি সংলাপ–
বেজেছে কোনো এক ঘোর সময়ের মুগ্ধশোকে।
১০ ফেব্রুয়ারি ২০২৪