মর্গ

সৈয়দ সাখাওয়াৎ

এ’শহরে বাসাবাড়ি থেকে নেমে আসবে চড়ুই
ঝরে যাওয়া পাতার মতো সমূহ গৌরবগাথা
তুমি পুরনো সিঁড়িতে দাঁড়িয়ে খুঁজবে উড়োচুল
কোথাও কম্পিত কণ্ঠে গেয়ে উঠবে গান শিশুরা
তখোন এসেম্বলিতে চিরচেনা পতাকা উড়বে
নিরাপদে খুন হয়ে যাবে বেদনাবহুল চোখ
নিঃশব্দ হাতগুলো মরে যাবে সরল নদীতে
দয়িতার ঠোঁট খুঁজে পুড়ে যাবে নির্বাচনকলা

বৃষ্টি নামবে, শীতের আগে শহরে বৃষ্টি নামবে
এ’দৃশ্য ভেবে অপেক্ষা করবে কবি-শিল্পী, বেদেরা
শহরে উত্তরকাল, সকলে ভেসে যাবে বর্ষণে
আর আমরা দ্যাখবো, কী করে বন্ধ হয় দরজা!
এ দৃশ্যকলা ফুরাবে, আর আমরা দ্যাখেই যাবো
কেননা দৃশ্যের গ্লানি যথাযথ তৃষ্ণা মেটাবে না
রক্তাক্ত মন্দির থেকে, কিশোরীর মৃতচোখ থেকে
বাষ্পের মতোন উড়ে আসে ঘৃণা-অভিশাপ!

তবুও আমার চোখ মর্গের হিমের মতো যেন
– কোনদিন দ্যাখেছিল বলে
আড়ষ্ট হবে। সমগ্র রাতজুড়ে লেলিহান শিখা
ঘর নয়, মানুষের আত্মা পুড়িয়ে পুড়িয়ে মরে

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।