সৈয়দ সাখাওয়াৎ

আজ বৃষ্টিদিন, আজ ধুলোবালিহীন এলোচুল
প্রকাশের মানে জানে, ফুটতে থাকে হৃদয় ফুল
নদী যেমন উজানে যায়, তুমিও সন্ধ্যার মুখে
বিদায় বলেছি শুধু, বলেছি নীরব দুঃখকে–
বরং কিছুটা ক্ষণ, নতুন পৃষ্ঠার মতো করে
যতোটা পারি রাঙাই–হৃদয়ের ছেঁদরেখা জুড়ে
তবুও নিজের দিকে ফেরা, তোমার দিকেই আসা
বন্ধু তো চিরকালের, বিরহ নাকি প্রেমের ভাষা
কেবলই ঝরে যাই–পাতাদের জল হয়ে ক্রমে
সাজিয়েছি ভাষাদের–তোমাকে বলে ফেলার নামে
একা একা ফিরে যাই, বিরহ প্রতিবেশীর মতো
গর্ভিনী ঢেউ যেমন, বয়ে যায়–জন্মান্ধ বস্তুত
তবুও তো স্রোতেরা ভাঙে, ডানায় জলকেলির ছায়া
চন্দ্রভাসানের দিন–তুমি এক দূরলক্ষ্য মায়া…

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।