মানুষ যেন এক অভিমান, শোকাচ্ছন্ন শীতের দুপুর।
তবুও বুকের ঘ্রাণ শুঁকে শুকে হয়ে ওঠে সমগ্র—
স্রোতস্বিনী এক নদী।
উজ্জ্বল আলোর নিচে—প্রগাঢ় এক অন্ধকার বার বার ফিরে আসে
যেন এক বিচ্ছিন্ন গ্রাম,সমুদ্রে ক্রমে হয় বিলীন।
তবু প্রতি মুহূর্তে কা’র ছায়া ফিরে আসে চোখে
অন্ধ করে দ্যায়, চির বিলয়ের মতোন, অনুজ্ঞাহীন জীবন
তবুও অনেক রোদনের পর, মানুষ শিখে সমূহ স্বান্তনার গান।
ম্লান হয়ে যায় ফুলের ঘ্রাণ, মৃদু শরীরের আলোড়ণ
প্রতিটি নিশ্বাস তবু জ্বেলে রাখে প্রার্থণার মতো দিন
জীবনের দীর্ঘনিশ্বাসের কাছে হাঁটু মুড়ে বসে থাকে ইশ্বর
নিয়ত অবিশ্বাসী করে তোলে…
পরাগায়নের বিপুল দিনে—
মোহময় মিথ্যেগুলো ছায়া হয়ে ফিরে আসে
ফিরে আসে বহু কোরাসের দুঃখগুলো।
এই ভোরলগ্ন জীবন খুঁজে ফিরে বহু বর্ণিল কোলাহল
কেন তোমাকে পাইনি–এই দুঃখ ফুরাবে না…