সৈয়দ সাখাওয়াৎ
হাত সরিয়ে নিও না, আর কোথায় দাঁড়াবো বলো?
এই অসহনীয়তা কতদূর টেনে নিয়ে যাবে
মিলনের শ্বাসরোধী উপকথা অগোচরে থাক
জানি, বলবে এখুনি–আজ যাবার সময় হলো।
বরং সূর্যোদয়ের পথে যতটা ঐশ্বর্য জমে
তার রঙরূপ থেকে তোমার আদল গড়ে নেবো
চোখের পাপড়ি হবে কুসুমের বানভাসি রোদ
আর যা কিছু অধরা–তারে সাজাবো কী অসম্ভবে!
আমাকে গ্রহণ করো, অপরূপ আলোকসজ্জায়
অথবা মেদুর রঙে যেখানে শব্দ হারিয়ে যায়
জানি কতটা মাধুর্যে এই শব্দকণা তৈরি হয়
তুমি কি জানোনি তা? পুড়ি অনলে–শর শয্যায়!