সকাল এসেছে একফালি রোদ হাতে
তোমার গানেতে ঐশ্বর্য্যের গাঢ় সুর
আরও মগ্নতা চির পোষাকের সাথে
তুমি তো স্নিগ্ধ, হৃদয়ের অন্তঃপুর।
তুমি বেজে ওঠো বাতাসে ব্যকুল স্বর
লিখে যাই কথা কবিতার দেহজুড়ে
আমি তো জেনেছি সৌভাগ্যের পূর্বাপর
খুঁজে খুঁজে মরি যতবার যাই হেরে।
দূর বনপথে সাগরের মোহনায়
একা চলে গ্যাছি তোমাকে পাবোনা জানি
এই পৃথিবীর মায়ার শরীরে হায়
তোমার সকাল দিয়ে যায় হাতছানি।
২৫ ডিসেম্বর’২৩