সন্ধ্যা নেমেছে বলে

সন্ধ্যা নেমেছে বলে

সৈয়দ সাখাওয়াৎ

শুকনো পাতার মতো পড়ে আছে শরীরের ঘ্রাণ
বিছানা-বালিশ ছুঁয়ে আরো কিছু স্বপ্নের আবাদে
যেন বহুযুগ ধরে, নিরপেক্ষ পাখিদের গান-
শুনে শুনে ঘুমিয়েছে বৃক্ষ ও জলের সঙবেদে।

ওই যে পথের মোড়, শরীরের মতো দ্যায় উঁকি
যেনবা পাহাড়সারি কাঙালের মতো চোখে চোখে
ধরেছে সুরের স্বর, আরো কিছু শব্দ মুখোমুখি
কথা বলে পার করে, পৃথিবীর আনকোরা শোকে।

তবে কি ঘ্রাণের নামে, জুড়ে গ্যাছে মদিরা আলাপ?
নাকি ঝুলে থাকা ব্রীজে ফুরিয়েছে রাত্রির প্রমাদ
জানে মেহেরুন শুধু, লালচোখ রাত্রি সংলাপ
আরো বেদনার নামে- রুহ খুঁজেছে মাগফেরাত!

তারপর কারা থাকে, হাতে নিয়ে তারাদের কথা?
শুকনো পাতার ভাঁজে সেইসব বিকেলের নাম
ভুলে থাকা দেহস্বর অথবা প্রেমের যথার্থতা
সন্ধ্যার আঁধারে থাকা নোনাস্বাদ শরীরের ঘাম।

প্রসঙ্গ চলেছে দূরে, সিলিঙের ঝুলে থাকা শার্টে
সফলতম পা থেকে নিরবিচ্ছিন্ন স্পর্শের গ্রাফ
সঙকেত জানিয়েছে মর্মছেঁড়া শতাব্দীর ঘাটে
তৃষ্ণা ও বিমুঢ়তা দূরতম ব্যথার প্রলাপ!

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।