এইসব দিন চলে যায়, স্মৃতিগুল্ম মনে রেখে
শহরের বাড়িগুলো উর্দ্ধমুখী আকাশের দিকে
যেনবা উড়ার ছলে, বাসনার আলো নিয়ে চোখে―
অপেক্ষায় বসে আছে, শেষ ধাপে সম্ভাব্য কোরকে।
এইখানে ধানক্ষেত, এইখানে খাল-নদী ছিলো
হলুদ ফুলের বনে, মৌমাছিরা শিস দিয়ে গ্যাছে
সবকিছু লুটপাট― শেষ পাতাটিও ঝরে গেলো
হাইওয়ে মাটি চিরে অবশেষে মৃত্যু সাজিয়েছে।
যতদূর চোখ যায়, পতনের দীর্ঘ রেখা শুধু―
হাইরাইজ বিল্ডিং মাটিতে শঙ্কার বীজ বোনে
পাখিগুলো ভুলে গ্যাছে শিস দিতে, চোখে নিয়ে ধূ ধূ―
উড়ে গ্যাছে চিরতরে, বিলয়ের অবিশ্বাস্য গানে।
হিসেবের গরমিল যথারীতি কবিতার ক্লাসে
অন্ধের চোখও যেন এরচে‘ বেশি দেখতে পায়
শরীর ছেনে ইচ্ছেরা উড়ে আসে বিপুল কোরাসে
অর্থের মাপকাঠিতে মাপা সভ্যতা: যাবে কোথায়?
২৮ ডিসেম্বর ‘২৩