সময়

এরকম ভীষণ একা মুহুর্তগুলো মনে হয় মাটির গভীর থেকে নিয়ে আসে শীতল অনুভূতি। যেন শুষে নিয়ে যায় সকল নিশ্বাস। এই অন্ধকার ভূমণ্ডলে যেন শব্দহীন-স্বপ্নহীন নিভৃত অনঙ্গ এক আঁধার―এই চরাচর ভেঙে ছুটে আসে বিস্মৃতির হাত ধরে। নিয়ত একাকী করে। আসে শীতল হাওয়া―সুরহীন, সঙ্গহীন এক রাত্রি নেমে আসে। যেন বিলীয়মান এক রেখায় এসে দাঁড়ায় এই সর্বস্ব বন্ধক দেয়া গহন জীবন। স্থিরতা নেই, নেই স্বস্তি―শুধু মধ্যহ্নের ছায়া ভেঙে ছুটে আসে নদীর তুমুল স্রোত অকস্মাৎ―

সমগ্র হারিয়ে যায়, আর দিকে দিকে বেজে ওঠে―কী এমন পোড়া সময়ের দিকে মুখ তুলে চেয়েছিলে সাখাওয়াৎ!

১৯ ডিসেম্বর’২৩

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।