সমস্ত ক্ষমার সাথে

সমস্ত ক্ষমার সাথে

বিপন্ন সকাল এসে দাঁড়িয়েছে হাতের মুদ্রায়
সমস্ত প্রশ্নের পর, সারারাত শিস দিয়ে গেছে
আরও গান আরও মুত্যুর ধাবমান রেখায় —
নিস্তরঙ্গ ট্রেন এসে যেন সংঘর্ষ ছড়িয়েছে

ওইযে পাথরসারি — ক্রমাগত বৃষ্টির আঘাতে —
খয়ে গেছে, বিপরীত বিন্যাসে তবু কেউ দাঁড়ায়
যতদূর দৃষ্টি যায়, পাখিনাম থাকে গোত্রে গোত্রে

সমস্ত ক্ষমার সাথে, কিশোরীর রঙ মাখা পায়ে —
বসে আছে সমরূপে, আগুনের মতো লাল হয়ে।

৮ অক্টোবর ২০২২

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।