পাঠ অনুবাদ ছেড়ে কে তুমি ফোটাও দৃশ্যফুল
ভ্রমণের গানগুলি ভুলসুরে গেয়ে ওঠো কেন
মঞ্চ আলোকিত হলে, চোখের আস্তিন থেকে চুল-
সরিয়ে বলে উঠছো ভালবাসি ভালবাসি যেন
মেঘেরাও ভুল করে উড়ে গিয়েছিল বাড়ি—দূরে
সেইসব স্মৃতিময় দিন গুণছে ব্যথার গান
পাতার পতন স্বর শুনছে অনালোকিত ভোরে
তাই বুঝি রোদে পুড়ে হৃদয়ে ডাকছে সেই বান
কোথাও সমান্তরাল সম্পর্কের আদিঅন্ত চাষ
কোথাও ভাঙনগল্প উঁচুনিচু পথ ধরে হাঁটা
এসব নিয়ম ফের নিস্তরঙ্গ বনসাই বাস
দেয়ালের উষ্ণতায় আলিঙ্গনে জেগে থাকে কাঁটা।
২৩ মার্চ ২০২২