সম্পর্ক

সম্পর্ক

পাঠ অনুবাদ ছেড়ে কে তুমি ফোটাও দৃশ্যফুল
ভ্রমণের গানগুলি ভুলসুরে গেয়ে ওঠো কেন
মঞ্চ আলোকিত হলে, চোখের আস্তিন থেকে চুল-
সরিয়ে বলে উঠছো ভালবাসি ভালবাসি যেন
মেঘেরাও ভুল করে উড়ে গিয়েছিল বাড়ি—দূরে
সেইসব স্মৃতিময় দিন গুণছে ব্যথার গান
পাতার পতন স্বর শুনছে অনালোকিত ভোরে
তাই বুঝি রোদে পুড়ে হৃদয়ে ডাকছে সেই বান
কোথাও সমান্তরাল সম্পর্কের আদিঅন্ত চাষ
কোথাও ভাঙনগল্প উঁচুনিচু পথ ধরে হাঁটা
এসব নিয়ম ফের নিস্তরঙ্গ বনসাই বাস
দেয়ালের উষ্ণতায় আলিঙ্গনে জেগে থাকে কাঁটা।

২৩ মার্চ ২০২২

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।