এক সন্ধ্যায়

এক সন্ধ্যায়

এক সন্ধ্যায় তোমার সাথে হঠাৎ দেখা

আকাশ তখন মেঘ জুড়েছে ঘন কালো

গল্পগুলো নিয়ন আলোয় হয়না লেখা

শহরফেরির রাস্তা কোথায় আছে বলো ?

রাস্তাজুড়ে ট্রাফিক বড়ো―ধূলোর জ্যাম

আকাশে মেঘ মৃদু আলোর মরাল রঙ

তুমি তো আমায় ডেকে বলোনি―তুহুঁ শ্যাম

কান্ড দ্যাখেই হাসবে লোকে বলবে সঙ!

সেদিন সন্ধ্যা―কথা হয়নি, চোখ জ্বলেছে

শীত আসেনি এসেছে ভরা বর্ষা দিনই

তোমার দিকে ঘর সেজেছে―মেঘ বলেছে

দুজনের কেউই ছাতা আনিনি―বর্ষাতি।

আমরা দুজনই জানি বিশাদের মানে

ফিরে আসে মেঘ, ভারি হয় বুক যতোই

রাত্রি নামে গাঢ় দালানের চিরল বনে

তুমি চলে গেলে ডাউন ট্রেনের মতোই।

২৬ ডিসেম্বর’২৩

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।