বৃষ্টি ঝরুক

বৃষ্টি ঝরুক

সকাল ফুটেছে, আড়মোড়া ভাঙে পাতারা

সময় কাটে না, হিমস্মৃতি; তোমাকে ছাড়া

তোমার কাছেই নতজানু হই এখনো

তুমি মানে প্রেমে, মোহগ্রস্ত হওয়া যেন।

একজীবনে কত প্রেমে আসা- যাওয়া

তুমি পালটাও–নিজেকেও বুঝি পালটে নেয়া

বোকা সময়ে দুরুদুরু বুকে এখনো হৃদয়ে ফুল

এসব পুরনো অভ্যাসে জমা মাঝবয়সী ভুল।

সকাল ফুটছে, আজ একদম ঘুম এতটুকু হয়নি

তুমি জানবে না, যতটা সকাল; এ’কথা আমিও জানি

তোমার সকাল ছুটোছুটি খুব চলিষ্ণু মেঘ মেখে

ধুলো শহরের জ্যাম রাস্তা, সময় সাক্ষী রেখে।

না পাওয়াই তবে বুকে আনে বুদবুদ

পেয়ে গেলে প্রেমে চোখে পড়ে যত খুঁত

তাই রাখি দূরে সতর্ক প্রেম পাহারা

বৃষ্টি ঝরুক, যতই পুড়ুক ; হৃদয় দগ্ধ পাড়া!

১৪ ডিসেম্বর’২৩

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।