যতটা সময় কাছে ধরে রাখো মেঘ
আকাশে জমেনি কালপুরুষের ছায়া
ক্ষয়াটে চাঁদে হাওয়ার থেমেছে বেগ
বিন্দু বিন্দু তোমাকে খুঁজতে চাওয়া
অথচ শহরে ধূলি ওড়ে সাদা সাদা
শীত এসেছে নিশ্বাসে হিম ছোঁয়া
প্রতি সকালে সূর্য ভাঙেনা পর্দা
ঘুমচোখ জুড়ে ধরে রাখো কা’র মায়া?
এই যে কথারা ছুটে যায় চারদিকে
কুড়িয়ে নিয়েছি ফেলে দেয়া বৈভব
আমার ঘরেতে হিমঝরা আলো ঢোকে
স্মৃতিরা খুঁজে তোমার অনুভব…
১২ ডিসেম্বর’২৩